ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রাহক বেড়েছে গ্রামীণফোনের

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রাহক বেড়েছে গ্রামীণফোনের

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের রাজস্ব আয় দাঁড়িয়েছে সাত হাজার ৯০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

বেড়েছে গ্রাহক সংখ্যাও। একই সময়ে ৮ দশমিক ৯০ শতাংশ বেড়ে মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ।

প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে ১৩ লাখ নতুন গ্রাহক যোগ দিয়েছে। যা ২০১৮ সালের শেষ প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। একই সময়ে গ্রামীণফোন ১৬ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক পেয়েছে। সব মিলিয়ে মোট গ্রাহক সংখ্যার মোট ৫২ দশমিক ৮ শতাংশ এখন ইন্টারনেট ব্যবহার করছে।

গ্রামীণফোনের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশের গ্রাহকদের ৬২ শতাংশ গ্রামীণফোনের ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে। ভয়েস ও ইন্টারনেট ব্যবহারে আমরা ভালো প্রবৃদ্ধি দেখেছি। এই সময়ে প্রতি গ্রাহকের মোবাইল সেবা ব্যবহারও বৃদ্ধি পেয়েছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়