ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাসের বিপজ্জনক ১৪ ওয়েবসাইট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসের বিপজ্জনক ১৪ ওয়েবসাইট

বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম কোভিড-১৯ নামের নতুন করোনাভাইরাস। মহামারি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে থেমে নেই মৃত্যুর সংখ্যাও। বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

ইতিমধ্যে কোভিড-১৯ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ৫৪ জন দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭ হাজার ৭২০ জন।

করোনাভাইরাস নিয়ে মানুষের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে থাকায় সাইবার অপরাধীরা এ সময়টিকে ইন্টারনেট ব্যবহারকারীদের শোষণ করার উপযুক্ত সুযোগ হিসেবে পেয়েছে। ফলে ভুয়া তথ্য, ফিশিং ওয়েবসাইট এবং স্প্যাম মেসেজের সংখ্যা অনেক বেড়ে গেছে।

রেকর্ডেড ফিউচার নামের একটি সাইবার সিকিউরিটি ফার্মের প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস সম্পর্কিত বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহকারী আরো বেশি বেশি ডোমেইন নিবন্ধিত হচ্ছে। এখানে করোনাভাইরাস সম্পর্কিত ১৪টি বিপজ্জনক ও ক্ষতিকর ওয়েবসাইট তুলে ধরা হলো, এসব সাইট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

* coronavirusstatus[dot]space

* coronavirus-map[dot]com

* blogcoronacl.canalcero[dot]digital

* coronavirus[dot]zone

* coronavirus-realtime[dot]com

* coronavirus[dot]app

* bgvfr.coronavirusaware[dot]xyz

* coronavirusaware[dot]xyz

* corona-virus[dot]healthcare

* survivecoronavirus[dot]org

* vaccine-coronavirus[dot]com

* coronavirus[dot]cc

* bestcoronavirusprotect[dot]tk

* coronavirusupdate[dot]tk

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়