ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘করোনাভাইরাসের টেস্ট মস্তিষ্কে ছুরিকাঘাতের মতো’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনাভাইরাসের টেস্ট মস্তিষ্কে ছুরিকাঘাতের মতো’

নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) সারা বিশ্বে লাখ লাখ মানুষ আক্রান্ত হওয়ায, ভাইরাসটির আরো বিস্তারের ভয় এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ রোগের টেস্ট করা হয় আইইডিসিআরসহ নির্দিষ্ট কয়েকটি হাসপাতালে এবং তা গুরুতর অসুস্থ রোগীদের জন্য। করোনা টেস্টে রোগীর নাক বা গলার নমুনা সোয়াব দিয়ে সংগ্রহ করে তাতে ভাইরাসের জিনগত উপাদানগুলো শণাক্ত করার জন্য গবেষণাগারে পাঠানো হয়।

সোয়াব টেস্ট আসলে কেমন, সম্প্রতি এক নারী তার সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, ‘এটি মস্তিষ্কে ছুরিকাঘাতের মতো।’

যুক্তরাষ্ট্রের ওই নারী তার টিকটক অ্যাকাউন্টে (সেলফবই) একটি ভিডিও পোস্ট করে তার এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ভিডিওটিতে, একটি সোয়াবকে তাঁর নাকের গভীরে ঢুকাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘টেস্ট করালাম, মনে হচ্ছিল আমার মস্তিষ্কে ছুরিকাঘাত করা হচ্ছে।’

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক টুইটারে একটি ছবি পোস্ট করে দেখিয়েছিলেন যে, নাকের কতটা গভীরে সোয়াব ঢুকানো হয়।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়