ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা মোকাবিলায় ৪০ লাখ টাকা অনুদান দেবে শাওমি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ৪০ লাখ টাকা অনুদান দেবে শাওমি

দেশে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারকে সহযোগিতায় ৪০ লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে শাওমি বাংলাদেশ। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি।

এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহারের জন্য মাস্ক এবং দুস্থদের জন্য খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে বলে জানিয়েছে শাওমি কর্তৃপক্ষ। শাওমির পার্টনাররাও এক্ষেত্রে সহযোগিতা করছে।

শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, ‘অপ্রত্যাশিত এমন সময়ে নিজে এবং অন্যদের নিরাপদ রাখতে নিজেকে ঘরবন্দি রাখা এবং একই সঙ্গে লকডাউনকে পর্যবেক্ষণ করা খুবই জরুরি। শাওমি বাংলাদেশের পক্ষ থেকে এই জরুরি পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। করোনা সঙ্কট মোকাবিলায় আমাদের একতা এবং আন্তরিকতা খুব বেশি প্রয়োজন।’

মি পরিবারের সবাইকে সাধ্যমতো সহায়তার জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে শাওমি কর্তৃপক্ষ।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ