ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরামাণু শক্তি কমিশনে নিয়োগ

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরামাণু শক্তি কমিশনে নিয়োগ

প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। ৯টি পদে মোট ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো।

১. পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট- ২ জন

বেতন: ১১০০০-২৬৫৯০

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম বিভাগে বিএসসি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণী। কিংবা দ্বিতীয় বিভাগে বিএসসি সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণী।

২. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট-১ জন

বেতন: ১০২০০-২৪৬৮০

শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণীর ডিপ্লোমা সহ অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে।

৩. পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর- ৫ জন

বেতন: ১০২০০-২৪৬৮০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি। শর্টহ্যান্ডে প্রতিমিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৪৫। কম্পিউটারে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

৪. পদের নাম: কম্পিউটার টাইপিস্ট- ১৯ জন

বেতন: ৯৩০০-২২৪৯০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি। কম্পিউটারে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনড্যান্ট- ৩৪ জন

বেতন: ৮৫০০-২০৫৭০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেডকোর্স সার্টিফিকেট প্রাপ্ত।

৬. পদের নাম: টেকনিক্যাল হেলপার- ১৪ জন

বেতন: ৮৫০০-২০৫৭০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে পুরকৌশল, তড়িৎ, যান্ত্রিক, অটো মেকানিক, অটো ইলেকট্রিক, প্লাবিং, পাইপ ফিটিং, এয়ার কন্ডিশনিং, লিফট অপারেটিং, পাম্প অপারেটিং, কিংবা ফার্মেসি বিষয়ের যেকোনো একটিতে ন্যূনতম ৬ মাসের ট্রেডকোর্স সার্টিফিকেট প্রাপ্ত।

৭. পদের নাম: জেনারেল অ্যাটেনড্যান্ট- ৩৩ জন

বেতন: ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী

৮. পদের নাম: সিকিউরিটি অ্যাটেনড্যান্ট- ১১ জন

বেতন: ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

৯. পদের নাম: ড্রাইভারস মেট/বাস হেলপার- ৩ জন

বেতন: ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস। ড্রাইভিং লাইসেন্সসহ মোটর যন্ত্রংশ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন

১ নং পদের জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২-৯ নং পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালি, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙা, কুষ্ঠিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলোট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম : সব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন ফি ১-৪ নং পদের জন্য ৩৩৬ টাকা এবং ৫-৯ নং পদের জন্য ২২৪ টাকা।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৮ আগস্ট, ২০১৯ পর্যন্ত।


রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়