ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪৬৭ জনকে নিয়োগ দেবে শক্তি ফাউন্ডেশন

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৬৭ জনকে নিয়োগ দেবে শক্তি ফাউন্ডেশন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন’।

সংস্থাটি তাদের ‘ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম (এসএমই)’ প্রকল্পে ৫ পদে এবং মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (এমএফপি)’ প্রকল্পে ৫ পদে, মোট ৪৬৭ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। পদগুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদ সংখ্যা: ৩০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান)।

অভিজ্ঞতা: ক্ষুদ্র ঋণ কার্যক্রমের (শাখা পর্যায়ে) হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।  

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন ও ভাতা: শিক্ষানবিশকালে ১৭,০৪৬-২০,০৪৬ টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর ১৯,৫০৫-২১,৭৮৩ টাকা।

পদ সংখ্যা: ২০০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন ও ভাতা: শিক্ষানবিশকালে ১৫,৪৫০ টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর ১৭,০৪৬ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত আগামী ২১ মার্চের মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে।

ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর#৪, রোড নম্বর#১ (মেইন রোড), ব্লক#১, সেকশন#১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের নিয়মকানুন জানতে ভিজিট: https://www.shakti.org.bd/career



ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়