ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

মাশরাফিকে নিয়ে গান লিখেছেন জীবন

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৫ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফিকে নিয়ে গান লিখেছেন জীবন

মাশরাফির সঙ্গে গীতিকার রবিউল ইসলাম জীবন

রফিকুল ইসলাম কামাল, সিলেট : বাংলাদেশ ক্রিকেটের অদম্য এক যোদ্ধা হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ‘পাগলা’ বলেখ্যাত এই লড়াকু ক্রিকেটারের জন্মদিন ছিল সোমবার। ১৯৮৩ সালের ৫ অক্টোবর যশোর জেলার নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি। সে হিসেবে ৩২ বছর পূর্ণ হলো এই দুরন্ত ক্রিকেটারের।

 

জন্মদিনে ‘ফাইটার’ মাশরাফিকে নিয়ে একটি গান লিখেছেন গীতিকার ও সাংবাদিক রবিউল ইসলাম জীবন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে জীবন সেই গানের কথাগুলো তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘জন্মদিনে প্রিয় মাশরাফির জন্য আমার শুভেচ্ছা উপহার...’।

 

মাশরাফি শিরোনামে সেই গানের কথাগুলো হচ্ছে-

সময়ের পোস্টারে লিখে যাও তুমি
বাংলাদেশের নাম
হৃদয় গভীর থেকে জানাই তোমায়
হাজারও সালাম
তুমি জেতো তুমি জেতাও
তুমি বোঝো বিজয়ের ভাষা ‘মাশরাফি মাশরাফি
তুমি কোটি প্রাণের আশা
মাশরাফি মাশরাফি
তুমি লাল-সবুজের ভালোবাসা’॥

 

টেকনাফ থেকে তেঁতুলিয়ায়
শোনা যায় তোমার গর্জন
বাংলা মায়ের জন্য তুমি
দিয়েছো অনেক বিসর্জন
তুমি প্রিয় তুমি সেরা
তুমি আগামীর প্রত্যাশা
‘মাশরাফি মাশরাফি
তুমি কোটি প্রাণের আশা
মাশরাফি মাশরাফি
তুমি লাল-সবুজের ভালোবাসা’॥

 

রক্তের শেষ বিন্দু দিয়ে
করে যাও তুমি লড়াই
আঁধারের রঙ চিনো না তুমি
চিনেছো শুধু আলোটাই
তুমি প্রিয় তুমি সেরা
তুমি আগামীর প্রত্যাশা
‘মাশরাফি মাশরাফি
তুমি কোটি প্রাণের আশা
মাশরাফি মাশরাফি
তুমি লাল-সবুজের ভালোবাসা’॥

 

মাশরাফির প্রতি ভালোবাসা থেকেই এই গানটি লিখেছেন স্বনামধন্য গীতিকার রবিউল ইসলাম জীবন। অচিরেই এই গানটি কোনো শিল্পীর কণ্ঠে শোনা যেতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন জীবন।


 

 

রাইজিংবিডি/সিলেট/৬ অক্টোবর ২০১৫/রফিকুল ইসলাম কামাল/আমিনুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়