ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতে তাইজুলের ৮ উইকেট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে তাইজুলের ৮ উইকেট

তাইজুল ইসলাম (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : আগের দিন পঞ্চম বোলার হিসেবে বোলিংয়ে এসে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনিই। তাইজুল ইসলাম আজ ভয়ংকর হয়ে উঠলেন, উইকেট নিলেন আরো ৭টি!

ভারতের বেঙ্গালুরুতে কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে আজ তৃতীয় দিনে ৮৯ রানে ৮ উইকেট নিয়েছেন তাইজুল। তাতে প্রতিপক্ষকে ৩৫৩ রানে অলআউট করে প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড পেয়েছে বিসিবি একাদশ।

দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিসিবি একাদশ ১ উইকেটে তুলেছে ৪২ রান। লিড বেড়ে হয়েছে ১৮৯। সাইফ হাসান ১৫ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক ১ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের শেষ দিকে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ১১৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে সফরকারীদের প্রথম সাফল্য এনে দিয়েছিলেন তাইজুল। আজ তৃতীয় দিনের শুরুতেই আরেক ওপেনার অক্ষয় কোলহারের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

তৃতীয় উইকেটে দেশপান্ডে ও টাইডের শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন। একটা সময় তাদের স্কোর ছিল ২ উইকেটে ২৩৪। এরপরই তাইজুল একই ওভারে তিন বলের মধ্যে তুলে নেন দুই উইকেট। টাইডেকে ফিরিয়ে ১১৬ রানের জুটি ভাঙার পর ফেরান গণেশ সতিসকে।

এরপর বাকি ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তাইজুল। একটি উইকেট পেয়েছেন শুধু আরিফুল হক। ২৭.৪ ওভারে ৮৯ রানে ৮ উইকেট শিকার বাঁহাতি স্পিনার তাইজুলের। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন দেশপান্ডে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ ৪১ রানে হারায় প্রথম উইকেট। প্রথম ইনিংসে ৯৬ রান করা জহুরুল ইসলাম এবার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি (৫৮ বলে ২৫)। সাইফ ও মুমিনুল চতুর্থ ও শেষ দিনে ব্যাটিং শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ ১ম ইনিংস: ১৪৮ ওভারে ৫০০/৭ ডিক্লে. (মুমিনুল ১৬৯, শান্ত ১১৮, জহুরুল ৯৬, আরিফুল ৭৭; দর্শন ৪/৭৯)

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১ম ইনিংস: ৯৪.৪ ওভারে ৩৫৩ (দেশপান্ডে ৯১, অক্ষয় ৬২, সঞ্জয় ৪৯; তাইজুল ৮/৮৯, আরিফুল ১/৩৬, তাসকিন ১/৭৮, ইবাদত ০/৪৮, নাঈম ০/৯৯)।

বিসিবি একাদশ ২য় ইনিংস: ১৯ ওভারে ৪২/১ (জহুরুল ২৫, সাইফ ১৫*, মুমিনুল ১১; ডুবে ১/১০)।


রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়