ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রীলঙ্কা সিরিজ সহজ হবে না : মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কা সিরিজ সহজ হবে না : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল শনিবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দল। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। মাশরাফি জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজ সহজ হবে না। দুই দলই সমতায় থাকবে।

মাশরাফি বলেন, ‘সিরিজটা আসলে কারো জন্যই সহজ হবে না। দুই দলই সমতায় থাকবে। যেহেতু শ্রীলঙ্কা ঘরের মাঠে খেলছে এবং ঘরের মাঠে তারা বরাবরই ভালো খেলে। তাদের যে দলটা আছে সেটাও অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। তারাও বেশ ব্যালেন্সে আসছে। বিশ্বকাপে তাদেরও কিন্তু ভালো স্মৃতি আছে। ইংল্যান্ডকে হারিয়েছে। কিছু ম্যাচ ওরা খুব ভালো খেলেছে।’

‘নিদাহাস ট্রফির পর দুটি দলের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) ম্যাচে বেশ উত্তেজনা কাজ করে। এটাও কিন্তু কাউন্ট হয়। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কারো জন্যই সহজ হবে না। তিনটা ম্যাচেই নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’ যোগ করেন মাশরাফি।




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়