ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্বরেকর্ড গড়ল করিন্থিয়ান্স নারী ফুটবল দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বরেকর্ড গড়ল করিন্থিয়ান্স নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের নারী ফুটবল দল প্রথম কোনো পেশাদার নারী দল হিসেবে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়েছে। রোববার ফেরোভিয়ারিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সব ধরনের প্রতিযোগিতায় তারা টানা ২৭তম জয় তুলে নেয়। যা টানা জয়ের দিক দিয়ে বিশ্বরেকর্ড।

তাদের আগে ওয়েলস প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস (টিএনএস) টানা ২৭ ম্যাচে জয় তুলে নিয়েছিল। সেটা অবশ্য পুরুষ ফুটবল দল ছিল।

২০১৬ সালে আয়াক্সের গড়া ৪৪ বছরের রেকর্ড ভেঙে টানা ২৭ ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল নিউ সেইন্টস। ৩ বছরের মাথায় তাদের সেই রেকর্ডে ভাগ বসিয়েছে করিন্থিয়ান্সের নারী ফুটবল দল। অবশ্য ওয়েলসের ক্লাবটির রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে করিন্থিয়ান্সের সামনে। বুধবার তারা ঘরের মাঠে সাও জোসের মুখোমুখি হবে। এই ম্যাচে জয় পেলে তারা নিউ সেইন্টসের টানা ২৭ ম্যাচের জয়ের রেকর্ড ভেঙে টানা ২৮ ম্যাচ জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়বে।

২৬ মার্চ থেকে শুরু করে ১৮ আগস্ট পর্যন্ত করিন্থিয়ান্স নারী ফুটবল দল টানা ২৭টি ম্যাচ জিতেছে। গোল করেছে ৯৫টি। গোল হজম করেছে মাত্র ৮টি। ২৭ ম্যাচের ছয়টিতে তারা পাঁচ কিংবা তার বেশি গোল করেছেন। গেল মাসে তারা ৯-০ গোলে হারিয়েছে সাও ফ্রানসিসকোকে।


রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়