ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কী ভাবছেন নতুন কোচ?

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কী ভাবছেন নতুন কোচ?

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ক্রিকেটকে বাঁচাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ বা টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ টেস্ট ক্রিকেটে আইসিসির নতুন সংযোজন।

টেস্ট ক্রিকেটের মহত্ব ও টেস্ট ক্রিটেককে জাগিয়ে তুলতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে আইসিসির সময়োপযোগী সিদ্ধান্ত। টেস্ট বিশ্বকাপ আয়োজনে যে কয়েকটি দেশের লাভ হয়েছে তাতে বাংলাদেশ অন্যতম। 

চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ খেলবে মোট ১৪টি টেস্ট। এর মধ্যে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে সর্বোচ্চ ৩টি করে টেস্ট। এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ২টি করে টেস্ট।

বাংলাদেশের নতুন কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গোকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি।  এ সময়ে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে কোথায় নিয়ে যেতে চান ডমিঙ্গো? আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর আজ এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রোটিয়া কোচ। সরাসরি কোনো উত্তর দেননি অভিজ্ঞ এ কোচ। তবে জানালেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে উন্নতি করবে বাংলাদেশ। 

‘দেখুন বাংলাদেশ টেস্ট খেলছে না দীর্ঘদিন। ফলে টেস্ট ক্রিকেট না খেলে রাতারাতি উন্নতি চাওয়া কঠিন। আমাদের হাতে এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। ফলে আমরা আগের থেকে এখন টেস্ট ক্রিকেট নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পাব। ’

‘টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বাংলাদেশ আগের থেকে বেশি টেস্ট ম্যাচের সুযোগ পাবে। পাশাপাশি নিয়মিত সাদা পোশাকে দেখা যাবে। আপনি যত টেস্ট ম্যাচ খেলবেন ঠিক তত উন্নতি করতে পারবেন।’

‘আগে যদি বাংলাদেশ এক বা দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলত এখন সেটা তিন কিংবা চার ম্যাচের হতে যাচ্ছে। ফলে টেস্ট ক্রিকেটের সঙ্গে আপনি আরও গভীরভাবে মিশতে যাচ্ছেন। পাশাপাশি ৫০ ওভারের বিশ্বকাপ থেকেও আপনি আপনার নজর সরিয়ে রাখতে পারবেন।  আমরা আগামী কয়েক মাস লাল বলের ক্রিকেট নিয়ে ভাববো এটা দারুণ একটি খবর।’


রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়