ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের’ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশের তিন আর্চার।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (মো. রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে এবং সেমিফাইনালে ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে মালয়েশিয়াকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (মো. রুমান সানা ও বিউটি রায়) ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে। কিন্তু সেমিফাইনালে চীনের কাছে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়। আগামীকাল তৃতীয় স্থান তথা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ চাইনিজ তাইপের মুখোমুখি হবে।

এ ছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনাল। সকাল ১০টা ৪৫ মিনিটে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচ। আর দুপুর ১২টা ২৫ মিনিটে রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনাল।


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়