ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৫ বছরে সবচেয়ে বাজে শুরু বার্সার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ বছরে সবচেয়ে বাজে শুরু বার্সার

আরেকটি অ্যাওয়ে ম্যাচ। আবারো পয়েন্ট হারানোর হতাশা। লা লিগায় নিজেদের হারিয়ে খুঁজছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা!

শনিবার রাতে গ্রানাডার মাঠে ২-০ গোলে হেরেছে বার্সা। নিজেদের প্রথম পাঁচ ম্যাচে সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে তারা পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। লা লিগায় গত ২৫ বছরে বার্সার সবচেয়ে বাজে শুরু এটিই।

সবশেষ এমনটা হয়েছিল ১৯৯৪-৯৫ মৌসুমে ইয়োহান ক্রুইফের অধীনে। সেবারও লিগের প্রথম পাঁচ ম্যাচে বার্সা পেয়েছিল ৭ পয়েন্ট। 

এই মৌসুমে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে বার্সা হেরেছে দুটি। অথচ গতবার শিরোপা জয়ের পথে তারা পুরো মৌসুমেই হেরেছিল মাত্র তিনটি ম্যাচ।

এবার প্রথম তিন অ্যাওয়ে ম্যাচেই জিততে ব্যর্থ হয়েছে বার্সা। ১৯৯৪-৯৫ মৌসুমের পর প্রথমবার এমন অভিজ্ঞতা হলো তাদের।

সব মিলিয়ে লিগে শেষ সাতটি অ্যাওয়ে ম্যাচের ছয়টিতেই বার্সা গোল করতে ব্যর্থ হয়েছে। ১২০ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আসা আঁতোয়ান গ্রিজমান বার্সার হয়ে চার অ্যাওয়ে ম্যাচে অন টার্গেটেই কোনো শট নিতে পারেননি।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়