ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুব দল যাচ্ছে নিউজিল্যান্ড, ডাক পেলেন গালিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুব দল যাচ্ছে নিউজিল্যান্ড, ডাক পেলেন গালিব

বিসিবি একাদশের হয়ে চট্টগ্রামে আগফানিস্তানের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন আসাদুল্লাহ হিল গালিব।  এ পেসার ডাক পেয়েছেন যুব দলে।

নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলতে সোমবার সকালে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।  রোববার সন্ধ্যায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ এশিয়া কাপের স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি।

দলে ঢুকছেন আসাদুল্লাহ হিল গালিব, অভিষেক দাস ও হাসান মুরাদ।  অভিষেক ও হাসান শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে স্ট্যান্ডবাই ছিলেন। এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ।  শিরোপার লড়াইয়ে ভারতের কাছে বাংলাদেশ হেরে যায় মাত্র পাঁচ রানে।   আসাদুল্লাহ হিল গালিব এর আগে যুব দলের হয়ে দুটি ওয়ানডে এবং দুটি ইয়ুথ টেস্ট খেলেছিলেন।  অনুর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছিলেন এক ম্যাচ।

২৯ সেপ্টেম্বর দুই দল প্রথম ওয়ানডে খেলবে।  পরের চারটি ম্যাচ হবে ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর।  প্রতিটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চের লিনক্লন ইউনিভার্সিটির মাঠে।  ১৪ অক্টোবর দেশের পথে রওণা হবেন ক্রিকেটাররা।  ২৭ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে যুব দলের।

অনুর্ধ্ব-১৯ দল:  আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরীফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই: অমিত হাসান, প্রান্তিক হোসেন নাবিল, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ শাহীন আলম, মিনহাজুর রহমান মোহনা।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়