ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছে বাংলাদেশ।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলা বাংলাদেশ লিড নেয় ২২ মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে বাংলাদেশ। ৩১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন আরেক ফরোয়ার্ড রোজিনা আক্তার। দ্বিতীয়ার্ধে আর গোল না পেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি গোলাম রব্বানী ছোটনের দলের।

চার দলের টুর্নামেন্টে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপাল তাদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরেছে ৪-১ গোলে।

২০১৭ সালে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরের বছর দ্বিতীয় আসরে ভারতের কাছে হেরে বাংলাদেশ হয়েছিল রানার্সআপ।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়