ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হতাশায় মুহ্যমান জামাল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতাশায় মুহ্যমান জামাল

জামাল ভুঁইয়া নিজে দুটো সুযোগ পেয়েছিলেন গোলের। একটি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যটি গোললাইনের উপর থেকে সেভ করেন কাতারের গোলরক্ষক সাদ আল শেব। আরো বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছে বাংলাদেশ। কাতারের মতো দলের বিপক্ষে এতগুলো গোলের সুযোগ পেয়েও গোল করতে না পারার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। তাইতো দিনশেষে স্কোরলাইন বাংলাদেশ ০ : কাতার ২। ম্যাচে বাংলাদেশ কেবল গোলই পায়নি। কিন্তু পুরো ম্যাচে ভালো খেলেছে। বিষয়টি স্বীকার করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়াও।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘খবুই হতাশ। আমরা ভালো খেলেছি। আমাদের অনেক সুযোগ ছিল। আমি দুটো সুযোগ মিস করেছি। একটি লাইনের উপর থেকে সেভ করেছে। আমি মনে আমরা যতগুলো সুযোগ পেয়েছি এমন ভালো সুযোগ তারাও তৈরি করতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দুটো গোল হজম করেছি।’

দুটো গোল মিসের বিষয়ে ব্যাখা দিয়েছেন জামাল, ‘প্রথম যে সুযোগটা পেয়েছিলাম সেটা শট ঠিকমতো নিতে পারিনি। কারণ, মাঠ ভেজা থাকায় বল ঠিকমতো উঠেনি। আর আমিও মেজারমেন্ট করতে পারিনি। আর দ্বিতীয়ার্ধে যে সুযোগটি পেয়েছিলাম তখন আমি আর বিল্পব দুজনেই বলতেছিলাম যে আমার বল, আমার বল। দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর বিল্পব আমাকে সুযোগ দিয়েছে। আমি মেরেছি। কিন্তু গোললাইনের উপরে সেভ হয়েছে। ভুলবোঝাবুঝি না হলে হয়তো গোল হতে পারত।’

ফুটবল বিশেষজ্ঞরা মনে করেছিলেন এই ম্যাচটি একতরফা হবে। কাতারের সামনে উড়ে যাবে বাংলাদেশ। কিন্তু তেমনটি হয়তো। ম্যাচে কাতারের সমান কিংবা তার বেশি প্রভাব বিস্তার করে খেলেছে জিমি ডে’র শিষ্যরা। তাদের পারফম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়