ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্দোরে বিকেলে অনুশীলন করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোরে বিকেলে অনুশীলন করবে বাংলাদেশ

ইন্দোরে প্রথম টেস্ট শেষ হয়ে গেছে তিন দিনেই। ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। হোলকার স্টেডিয়ামে আজ স্থানীয় সময় বিকেল চারটা থেকে ঐচ্ছিক অনুশীলন করবে বাংলাদেশ দল।

আগামী ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে দ্বিতীয় টেস্ট, যেটি খেলা হবে গোলাপি বলে। তবে বাংলাদেশ এখনই কলকাতায় যেতে পারছে না। টেস্ট যেহেতু পাঁচ দিনের, সে হিসাবেই হোটেল-বিমান সবকিছুই নির্ধারিত হয়ে আছে আগে থেকে।

প্রথম টেস্ট তিন দিনে শেষ হলেও বাংলাদেশকে বাকি দুই দিন তাই ইন্দোরেই থাকতে হবে। ইন্দোর থেকে বাংলাদেশ কলকাতায় যাবে ১৯ নভেম্বর। পূর্ব নির্ধারিত এই ভ্রমণ তারিখের কোনো পরিবর্তন হবে না। হোলকার স্টেডিয়ামে বাকি দুই দিন তাই গোলাপি বলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ। আজ অনুশীলন ঐচ্ছিক হলেও পরদিন বাধ্যতামূলক।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়