ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসএ গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএ গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ডিসেম্বর মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)। এই গেমসে অন্যান্য ডিসিপ্লিনের পাশাপাশি ফুটবলও রয়েছে। বাংলাদেশ এবারের এই আসরে নারী ফুটবল দল না পাঠালেও পুরুষ ফুটবল দল পাঠাচ্ছে।

আসন্ন এসএ গেমসের জন্য আজ মঙ্গলবার ২০ সদস্যের অলিম্পিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ বছর বয়সী খেলোয়াড়দের পাশাপাশি তিনজন ২৩ উর্ধ্ব খেলোয়াড়ও খেলতে পারেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ২০ সদস্যের দলে রাখা হয়েছে অধিনায়ক জামাল ভুঁইয়া, তারকা ডিফেন্ডার ইয়াসিন খান ও ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে।

বাংলাদেশ জাতীয় দলে খেলা অধিকাংশ ফুটবলারের বয়স ২৩ এর কম। সে কারণে এসএ গেমসের জন্য ঘোষিত দলের সবাই জাতীয় দলের খেলোয়াড়। শুধু তাই নয়, এই দলের সঙ্গে কোচ হিসেবেও থাকবেন জাতীয় দলের কোচ জেমি ডে। এখন দেখার বিষয় ১০ বছর পর এই দল নিয়ে ফুটবলে স্বর্ণ জিততে পারে কিনা বাংলাদেশ।

২০ সদস্যের বাংলাদেশ অলিম্পিক দল :

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন ও মাহফুজুর রহমান প্রীতম।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার : জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আল আমিন।

ফরোয়ার্ড : সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, রাকিব হোসেন ও আরিফুর রহমান।


ঢাকা/আমিনুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়