ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গ্যাবায় টেস্ট অভিষেক হচ্ছে টিনএজার নাসিমের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্যাবায় টেস্ট অভিষেক হচ্ছে টিনএজার নাসিমের

টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান। শুরুতেই তাদের সামনে কঠিন পরীক্ষা। খেলতে নামছে অস্ট্রেলিয়ার মাটিতে। যেখানে তারা কখনোই টেস্ট সিরিজ জেতেনি। সবশেষ কোনো টেস্ট জিতেছে সেই ১৯৯৫ সালে। হেরেছে শেষ ১২ টেস্টেই।

গ্যাবা নামে পরিচিত ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট।

পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে ১৬ বছর বয়সি পেসার নাসিম শাহর। ম্যাচের আগের দিন পাকিস্তান অধিনায়ক আজহার আলী নাসিমের খেলার কথা নিশ্চিত করেছেন।

সবচেয়ে কম বয়সি পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন নাসিম। প্রস্তুতি ম্যাচে গতির ঝড় তুলে এরই মধ্যে সবার নজর কেড়েছেন এই টিনএজার। এবার মূল মঞ্চে নিজেকে মেলে ধরার পালা।

অস্ট্রেলিয়া ঘরের মাঠে সব সময়ই ভীষণ শক্তিশালী। দারুণ ফর্মে রয়েছেন স্টিভেন স্মিথ। অ্যাশেজে অতিমানবীয় পারফরম্যান্সের পর তিনি ঘরোয়া শেফিল্ড শিল্ডেও ভালো করেছেন। সেঞ্চুরি করেছেন সবশেষ ম্যাচে।

গ্যাবায় ২৭ রান করলেই টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের নতুন রেকর্ড গড়বেন স্মিথ। ১৩১ ইনিংসে ৭ হাজার ছুঁয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে রেকর্ডটা দখলে রেখেছেন ওয়ালি হ্যামন্ড। ইংলিশ কিংবদন্তির রেকর্ড ভাঙতে স্মিথের হাতে আছে এখনো ছয় ইনিংস।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়