ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্লাসিকোতে নেই হ্যাজার্ড, অনিশ্চিত মার্সেলো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লাসিকোতে নেই হ্যাজার্ড, অনিশ্চিত মার্সেলো

গোড়ালির চোটে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

তার চোট পাওয়ার ঘটনাটা গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রিয়াল-পিএসজি ম্যাচে। জাতীয় দল সতীর্থ থমাস মুনিয়েরের সঙ্গে ট্যাকলের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান বেলজিয়ান ফরোয়ার্ড।

রিয়াল কোচ জিনেদিন জিদান ভেবেছিলেন, চোটটা হয়তো গুরুতর নয়। তবে পরীক্ষা-নিরীক্ষার রিয়াল জানায়, হ্যাজার্ডের গোড়ালির গাঁটে চিড় ধরা পড়েছে। ফলে ক্লাসিকোতে তিনি খেলতে পারবেন না।

তার সেরে উঠতে কত সময় লাগবে, সেটা অবশ্য জানায়নি রিয়াল। তবে ধারণা করা হচ্ছে, এ বছর তিনি আর মাঠে নামতে পারবেন না।

ক্লাসিকোতে খেলা অনিশ্চিত মার্সেলোরও। পেশির চোটে ভুগছেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার। চোটের কারণে এই মৌসুমে বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি।  

আগামী ১৮ ডিসেম্বর ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শুরুতে গত ২৬ অক্টোবর হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বার্সেলোনায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ম্যাচের তারিখ পেছানো হয়।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়