ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোনার লড়াইয়ে সালমাদের সামনে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনার লড়াইয়ে সালমাদের সামনে শ্রীলঙ্কা

এসএ গেমস মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ দল ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। এবার পাওয়া গেল ফাইনালের দ্বিতীয় দলও। শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরা।

পোখরায় আগামী রোববার ফাইনালে সোনার পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে নেপাল ও মালদ্বীপ।

শুক্রবার নেপালকে ৪১ রানে হারায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছিল ১১৮ রান। জবাবে স্বাগতিক নেপাল ৯ উইকেটে ৭৭ রানের বেশি করতে পারেনি।

প্রথম পর্বে তিন ম্যাচের তিনটিই জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে আসর শুরুর পর নেপালকে ১০ উইকেটে ও মালদ্বীপকে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হারায় সালমা খাতুনের দল। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে খেলতে যাওয়া বাংলাদেশ সোনা থেকে আর একটি জয় দূরে।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়