ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টি-টোয়েন্টির চূড়ায় কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টির চূড়ায় কোহলি

রোহিত শর্মার থেকে মাত্র ৩ রানে পিছিয়ে ছিলেন বিরাট কোহলি।

রোববার দুজনই নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। কিন্তু দুজনই রান পাননি। রোহিতের ব্যাট থেকে আসে ১৫ রান। বিরাট কোহলি করেছেন ১৯।

দলের হয়ে সামান্য অবদান রাখলেও এ রান করে কোহলি টপকে গেছেন রোহিতকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন কোহলির দখলে। ৭৪ টি-টোয়েন্টিতে কোহলির রান ২ হাজার ৫৬৩।  রোহিতের ১০৩ ইনিংসে রান ২ হাজার ৫৬২। কোহলির থেকে ২৯ ইনিংস বেশি খেলেছেন ভারতীয় ওপেনার।

ভারতের এ দুই ক্রিকেটারের পর টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ৮৩ ইনিংসে ২৪৩৬ রান করেছেন গাপটিল। রান সংগ্রহে পরের দুই ক্রিকেটার শোয়েব মালিক ও ব্রেন্ডন ম্যাককালাম। শোয়েব মালিক ১১১ টি-টোয়েন্টিতে করেছেন ২২৬৩ রান। ম্যাককালামের রান ৭১ ইনিংসে ২১৪০।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়