ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাস্যকর ওয়াইড ও অকল্পনীয় নো বল!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাস্যকর ওয়াইড ও অকল্পনীয় নো বল!

সিলেট থান্ডারের পেসার ক্রিসমার সান্তোকির ওপর হয়তো ভূত চেপেছিল! নয়তো এমন হাস্যকর ওয়াইড ও অকল্পনীয় নো বল দেন কীভাবে?

মোহাম্মদ মিথুনকে ধন্যবাদ দিতেই হবে। সাধ্যের বাইরে গিয়ে অসম্ভাবিক কিছু যে করে দেখালেন! বিপিএলের উদ্বোধনী ম্যাচে তার ব্যাটিং মেখে মুগ্ধ হননি, এমন কাউকে পাওয়া যাবে না। ৪৮ বলে খেলেছেন ৮৪ রানের মনোমুগ্ধকর ইনিংস।  ব্যাটিংয়ের পর উইকেটকিপিংয়েও নজর কেড়েছেন। দ্বিতীয় ওভারে পেসার সান্তোকির ওয়াইড বল যেভাবে তালুবন্দি করেন, তাতে বাহবা পেতেই পারেন।

বাঁহাতি সান্তোকির বিপক্ষে ব্যাটিংয়ে ছিলেন ডানহাতি আভিশকা ফার্নান্দো। ওভারের তৃতীয় বল করছিলেন। তার বল পিচ করল লেগ স্টাম্পের দুই হাত বাইরে! ভাবা যায়। নিশ্চিত বাই চার ঠেকিয়ে দেন মিথুন। নিজের বিপরীত পাশে ঝাঁপিয়ে বল গ্লাভসবন্দি করেন। ওই ওয়াইড মাঠে উপস্থিত সবার কাছেই লাগছিল হাস্যকর।  প্রেসবক্সে কেউ কেউ বলছিলেন, ‘বিগেস্ট ওয়াইড এভার!’

সান্তোকির ওভারের শেষটায় আরও বড় কিছু অপেক্ষা করছিল! ওভারের পঞ্চম বল করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন। রানিংয়ে গড়বড় করে দিলেন বিশাল নো। আম্পায়ার নো বল ডাকার পর জায়ান্ট ক্রিনে তার পা দেখে চোখ ছনাবড়া!

অকল্পনীয়! অবিশ্বাস্য!

পপিং ক্রিজ পেরিয়ে সান্তোকির পা পড়ে নিশ্চিত এক হাত দূরে! পাকিস্তানের আমির লর্ডসে প্রায় এমন নো বল করেছিলেন। পরবর্তীতে জানা যায়, স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন। মর্ডান ক্রিকেটে এমন নো বল সচরাচর দেখা যায় না। সান্তোকি বিপিএলের মঞ্চে মিরপুরে যা করলেন, তা দৃষ্টিকটুই বটে।

ম্যাচ শেষে নো বল নিয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেকের কাছে। মোসাদ্দেকের সহজ স্বীকারোক্তি, ‘আমি ওটা খেয়ালই করিনি। আমার মনে হয় এটা নিয়ে আমার না বলাই ভালো। কারণ, আমি ওটা দেখিনি।’


ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়