ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাওয়ালপিন্ডি টেস্টে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাওয়ালপিন্ডি টেস্টে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

দশ বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ব্যাটে-বলে লড়াইটাও হয়েছে জমজমাট।

ওপেনারদের সৌজন্যে শ্রীলঙ্কা পেয়েছিল দারুণ সূচনা। এরপর পেসারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।

বুধবার প্রথম দিন শেষ শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান। ধনঞ্জয়া ডি সিলভা ৩৮ ও নিরোশান ডিকভেলা ১১ রানে অপরাজিত আছেন।

যদিও আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হয় ৪৮ মিনিট বাকি থাকতেই।

টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৬ রান। কিন্তু এ জুটি ভাঙতেই পথ হারায় সফরকারীরা।

৫৯ রান করা অধিনায়ক করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। একটু পর নাসিম শাহর শিকার ৪০ রান করা ফার্নান্দো। পরের দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল ফেরেন দ্রুতই।

একটা সময় বিনা উইকেটে ৯৬ থেকে শ্রীলঙ্কার স্কোর তখন ৪ উইকেটে ১২৭!

পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও সিলভা। ৩১ রান করা ম্যাথুসকে ফিরিয়ে এ জুটি ভাঙেন নাসিম শাহ। বাকি সময়টা কাটিয়ে দেন সিলভা ও ডিকভেলা।

নাসিম দুটি, আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও উসমান শেনওয়ারি নেন একটি করে উইকেট।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়