ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিপিএলে পারিশ্রমিক নিয়ে মুশফিকের অসন্তোষ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলে পারিশ্রমিক নিয়ে মুশফিকের অসন্তোষ

বিপিএলের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুশফিকুর রহিম।

ঘরোয়া ক্রিকেটের পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের অভিযোগের শেষ নেই। মাস খানেক আগে অনুষ্ঠিত হওয়া ক্রিকেটারদের আন্দোলনের অন্যতম ইস্যু ছিল বেতন ভাতা, ম্যাচ ফি এবং বিপিএলের পারিশ্রমিক বাড়ানো। বিসিবি ক্রিকেটারদের সব দাবি মেনে নিলেও এবারের বিশেষ বিপিএলে বাড়েনি ক্রিকেটারদের পারিশ্রমিক।

বরং স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে বিদেশী অনেক ক্রিকেটারকে চড়া পারিশ্রমিক দিচ্ছে বিসিবি। এবারের বিপিএল বিসিবি আয়োজন করছে নিজের তত্ত্বাবধানে। ফ্রাঞ্চাইজি বাদ দিয়ে টিম স্পন্সর নিয়ে চলছে বিপিএল।

মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি ও তামিম ‘এ’ প্লাস ক্যাটাগরিতে পাচ্ছেন ৫০ লাখ টাকা। সেখানে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮৪ লাখ টাকা। মুশফিকদের পর এ ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ লাখ টাকা। এছাড়া বি, সি, ডি ও ই ক্যাটাগরির পারিশ্রমিক যথাক্রমে ১৮ লাখ, ১২ লাখ, ৮ লাখ ও ৫ লাখ। 

বিপিএলের পরবর্তী আসর থেকে পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া আকুতি মুশফিকের।

‘আমরা সবসময় প্রত্যাশিত মত পারিশ্রমিক পাইনা । এবার তো অনেক তাড়াতাড়ি হয়েছে । এবার খেলাটা হচ্ছে সেটাই অনেক । আমরা নীতি নির্ধারকদের দৃাষ্টি আকর্ষন করেছি। বেতন বা ভাতা যেন আমরা ঠিকঠাক মতো পাই।  আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি যারা শুধু টি টোয়েন্টি খেলে। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বে সব লিগে কিন্তু স্থানীয় খেলোয়াড়রা বেশি পাারিশ্রমিক পান।’

বেতন যেন নীতি নির্ধারকরা বাড়াতে পারে সেজন্য সতীর্থদের ভালো পারফর্ম করার তাগিদ দিয়েছেন মুশফিক,‘আমাদের নিজেদের খেলার মানটাও বাড়াতে হবে।  আমি আশা করবো আমরাও যাতে এবার ভালো খেলা দেখাতে পারি যাতে করে আমাদের বেতনটা বৃদ্ধি পাই ।’

বিপিএলে মুশফিকুর রহিম খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। মুশফিকের সতীর্থ হিসেবে আছেন রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক ও আমির। স্বদেশি ক্রিকেটার আছেন মিরাজ, সাইফ, শফিউল, শামসুর রহমানরা। নিজের দল নিয়ে অধিনায়ক মুশফিক উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন,‘আমি মনে করি এই কৃতিত্ব পুরোটাই আামার টিম ডিরেক্টর (খালেদ মাহমুদ সুজন) এবং এখানে যারা জড়িত আছেন তাদের। খুব ভাল একটা টিম আমাদেরকে দিয়েছেন। হয়তো বা বড় বড় নাম নাই কিন্তু যারা আছেন তারা টি টুয়েন্টির জন্য খুবই ভাল খেলোয়াড়।’

বৃহস্পতিবার মুশফিকদের প্রথম ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।  জয় দিয়ে এবারের বিপিএল শুরু করতে মুখিয়ে মুশফিকের দল।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়