ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুশফিকের সিদ্ধান্তকে সম্মান ডমিঙ্গোর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিকের সিদ্ধান্তকে সম্মান ডমিঙ্গোর

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন না বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মূলত পাকিস্তানে সফর করতে রাজি নন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবগত করে আগে-ভাগে চিঠি দেন এ ক্রিকেটার। বোর্ডও মেনে নেয় মুশফিকের এমন সিদ্ধান্ত।

গতকাল মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেখানে এসেছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানান, পাকিস্তান সফর নিয়ে মুশফিকের সঙ্গে তার কথা হয়েছে। পারিবারিক কারণে পাকিস্তানে তার না যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানান এই প্রোটিয়া কোচ। মুশফিকের বিষয়ে তিনি বলেন, ‘মুশফিক আমার মতো পরিবার কেন্দ্রিক মানুষ। আমি তার সঙ্গে কথা বলেছি। না যাওয়ার বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত তার। তার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত।’

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিকুর রহিম। শীর্ষে থাকা রাইলি রুশোর চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে থেকে করেছিলেন ৪৯১ রান। এছাড়াও ভারত সফরে তার ব্যাটে ভর করে দলটির বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতে বাংলাদেশ। টেস্টেও বাংলাদেশের পক্ষে উজ্জ্বল ছিল মুশফিকের ব্যাট। আসন্ন পাকিস্তান সিরিজে তাই মুশফিককে দল মিস করবে বলে মনে করেন কোচ, ‘অবশ্যই আমরা মুশফিককে খুব মিস করব। সে আমাদের দলের সেরা খেলোয়াড়দের একজন। দুর্দান্ত একটা বিপিএল কাটিয়েছে সে। ভারতের বিপক্ষেও অসাধারণ খেলেছে।’

তবে কোচ মনে করেন নতুন কারো জন্য এটি সুযোগ হিসেবে এসেছে। তাদের এটি কাজে লাগানো উচিত, ‘মুশফিকের না যাওয়া অন্য কারো সুযোগ হিসেবে আসলো। ক্রিকেট মাঠে খেলা তো চলতেই থাকবে। এক সময় মুশফিক তো চলে যাবে। তাই কাউকে না কাউকে এগিয়ে তো আসতে হবে। মুশফিকের মতো পারফর্ম করতে হবে।’


ঢাকা/কামরুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়