ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এরিকসনকে ভেড়াচ্ছে ইন্টার, মরিনহোর সমস্যা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরিকসনকে ভেড়াচ্ছে ইন্টার, মরিনহোর সমস্যা

টটেনহ্যামের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসনকে দলে ভেড়াতে যাচ্ছে ইন্টার মিলান। তবে জানুয়ারির শেষ সপ্তাহ ইন্টার এরিকসনকে দলে ভেড়ানো নিয়ে আপত্তি জানিয়েছেন টটেনহ্যামের কোচ হোসে মরিনহো।

গত মৌসুম শেষে ২৭ বছর বয়সী এরিকসন ঘোষণা দেন, নতুন চ্যালেঞ্জ নিতে চাইছেন তিনি। মূলত রিয়াল মাদ্রিদে যাওয়ার লক্ষ্য থাকলেও সব মিলিয়ে হয়ে ওঠেনি এরিকসনের। কোনো দলে না ভিড়তে পারা এরিকসন চলতি মৌসুম শুরু করেন টটেনহ্যামের হয়ে। তবে মাঠে নিজের সেরা দিতে পারছেন না এই ডেনিশ ফুটবলার। এ নিয়ে সংবাদ মাধ্যমে মরিনহো বলেন, ‘সে কেনো তার সেরা খেলছে না, এটি যে কোনো বোকাও বুঝতে পারবে।’

অবশেষে ইন্টার মিলানের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে যায় এরিকসনের। ইন্টারের ডাকে ইতালিতে আলোচনার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এ ডেনমার্কের ফুটবলার। আশা করা যাচ্ছে, আগামীকাল এরিকসনকে নিয়ে ইন্টারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে।

তবে জানুয়ারির শেষ সপ্তাহে ইন্টার এরিকসনকে দলে ভেড়ানো নিয়ে কথা তুলেছেন মরিনহো। এ পর্তুগিজ কোচ বলেন, ’২৫ জানুয়ারি দল থেকে চলে যাওয়া কখনো দলের জন্য সুখকর নয়। টটেনহ্যাম এ পরিস্থিতির শিকার হচ্ছে।’

এদিকে এরিকসনকে নিয়ে মরিনহো বলেন, ‘ক্রিস্টিয়ান এরিকসন একজন পেশাদার ফুটবলার। আমি যখন থেকে টটেনহ্যামের সঙ্গে যোগ দিয়েছি। তখন থেকে আমি দেখেছি, সে দল এবং আমার সঙ্গে যথেষ্ট পেশাদার আচরণ করেন। তবে এখন দল ছাড়া কোনো অবস্থায় ভালো নয়।’

২০১৩ সালে টটেনহ্যামে যোগ দেয়ার পর থেকে ৬৯ গোলের পাশাপাশি ৮৯টি গোলে অবদান রাখেন এরিকসন। এ ডেনিশ তারকা ইতালিতে পাড়ি জমালে চলতি শীতকালীন দলবদলে তিনজন প্রিমিয়ার লিগের ফুটবলার সিরি আতে যোগ দিবেন।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়