ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হতাশাজনক দিন নিয়ে আক্ষেপ আরভিনের কণ্ঠে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতাশাজনক দিন নিয়ে আক্ষেপ আরভিনের কণ্ঠে

ধারাবাহিকভাবে টেস্টে খারাপ করে যাচ্ছিলো বাংলাদেশ। তবে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে যেন নিজেদের খুঁজে পেয়েছে টাইগাররা। বল হাতে ভালো করার পর ব্যাট হাতেও দারুণ খেলছেন টাইগার ব্যাটসম্যানরা।

দুই দলের মধ্যকার শেষ সিরিজে দেড়শো ছাড়িয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম দুজনেই। এর মধ্যে মুশফিক তো খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। দ্বিতীয় দিন শেষে মাঠে ৬৮ রানের জুটি গড়ে আছেন এ দুই ব্যাটসম্যান। অধিনায়ক মুমিনুলের সামনে তিন অঙ্ক ও মুশফিকুরের সামনে ফিফটি ছোঁয়ার হাতছানি। তবে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন ভয় পাচ্ছেন দুজনের উইকেটে জমাট বাঁধার উপর। তিনি এ দুই ব্যাটসম্যান নিয়ে বলেন, ‘মুশফিক ও মুমিনুলের জুটি ভাঙার চেষ্টা করব। আমরা জানি, ওরা দুই জনই লম্বা সময় ধরে ব্যাট করতে পারে। আমরা ওদের দ্রুত ফেরানোর চেষ্টা করব।’

সারাদিনে বাংলাদেশের ৩ উইকেট নিতে পেরেছে জিম্বাবুয়ের বোলাররা। কোনো চাপ সৃষ্টি করতে পারেনি তারা। এ নিয়ে আরভিন আরো যোগ করেন, ‘বোলিংয়ের দিক থেকে আজকের দিনটা হতাশাজনক। আমরা ভালো জায়গায় লম্বা সময় ধরে বোলিং করতে পারিনি। কিছু সময়ে আমরা ভালো বোলিং করেছি, তবে বাউন্ডারি দিয়ে চাপটা সরিয়ে দিয়েছি।’ তবে নতুন দিন এ ভুল শুধরাবেন জানিয়ে বলেন, ‘অবশ্যই কাল এই ভুল সংশোধনের দিকে তাকিয়ে আছি আমরা।’

এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন নাজমুল হাসান শান্ত। তরুণ এ টপ অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে আরভিন বলেন, ‘আমরা তাকে লম্বা সময়ের জন্য চাপে রাখতে পারিনি। আমার মতে, সে খুব ভালো ব্যাটিং করেছে।’

এদিকে আজ সকালে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে শেষ ৪ উইকেট হারান মাত্র ৩৭ রানে। আরভিন মনে করেন, গতকাল ভালো কোনো ব্যাটসম্যান আর মাঠে না থাকতে পারায় সমস্যা হয়ে গেছে। আর বড় রানের জন্য টেলএন্ডারদের উপর ভরসা করার মানেই হয় না, ‘আমরা রানের জন্য টেলএন্ডারদের দিকে তাকিয়ে থাকতে পারি না। গতকাল আমরা নিজেরাই নিজেদের ডুবিয়েছি। যদি তিনশ পর্যন্ত যেতে পারতাম, তাহলে ভালো হতো। তবে আমরা জানি, বেশিরভাগ রানই করতে হতো উপরের সাত ব্যাটসম্যানকে।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ