ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাদেশকে অনুকরণ করবে জিম্বাবুয়ে: মাসাকাদজা

সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে অনুকরণ করবে জিম্বাবুয়ে: মাসাকাদজা

হ্যামিলটন মাসাকাদজা ক্রিকেট ছেড়েছেন খুব বেশিদিন হয়নি। বিদায়ী ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই।

গত বছর চট্টগ্রামে খেলেছেন শেষ আন্তর্জাতিক ম্যাচ। আরেকবার মাসাকাদজা বাংলাদেশে এলেন ক্রিকেটের পরিচয়ে। তবে এবারের পরিচয় তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক।

অবসর নিয়েছেন। ব্যাট-প্যাড তুলে রাখতে হয়েছে। তারপরও কি ক্রিকেট মিস করেন না মাসাকাদজা? সিলেটে রাইজিংবিডিকে বললেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি যতদিন খেলেছি, ততদিন খেললে খেলার প্রতি একটা দুর্বলতা তৈরি হবেই। কিন্তু ওই যে কথায় বলে না, সব ভালোরই শেষ আছে। খেলার অধ্যায় শেষ। এখন নতুন অধ্যায়ের শুরু।’

সেই নতুন অধ্যায়ে মাসাকাদজার এখন অনেক দায়িত্ব। মাঠে ও মাঠের বাইরে জিম্বাবুয়ে ক্রিকেট পরিচালনার কঠিন দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশের উত্থান খুব কাছ থেকে দেখেছেন মাসাকাদাজা। সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহরা বয়সভিত্তিক ক্রিকেট থেকে এসে যেভাবে আন্তর্জাতিক অঙ্গন রাঙিয়েছেন তা অনুকরণীয় বলেছেন মাসাকাদজা। 

যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। মাসাকাদজার মতে, বয়সভিত্তিক দলের অবকাঠামো পাল্টে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট। জিম্বাবুয়ের ক্রিকেট পরিচালক মাসাকাদজা অনুসরণ করতে চাচ্ছেন বাংলাদেশের পরিকল্পনা, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো। 

‘আমরা বাংলাদেশের ব্লু প্রিন্ট অনুসরণ করছি অনেকটাই। সাকিব-মুশফিকরা যখন থেকে খেলা শুরু করেছে তখন থেকেই দেখছি। দেখেছি বাংলাদেশ তাদের উন্নতি কিভাবে করেছে। মডেলটা খুবই ভালো। অনুকরণ করার মতো মডেল। ’

‘অনুর্ধ্ব-১৯ দলকে গুরুত্ব দিতেই হবে। যেভাবে বাংলাদেশ তাদের ছেলেদের নিয়ে কাজ করেছে, ওরা এখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আপনার বয়স ভিত্তিক ক্রিকেটের দিকে তাকাতেই হবে। হাই পারফরম্যান্স ও ‘এ’ দলকেও দেখতে হবে। এসব জায়গায় ভালো কাজ করলেই জাতীয় দল ভালো হবে।’

মাসাকাদজার লক্ষ্য একটাই, ‘ক্রিকেটের মান ঠিক করতে হবে। সে জন্য ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে হবে। কন্ডিশনের উন্নতি করতে হবে। অনেক কিছুই আছে, তবে মূল লক্ষ্য জাতীয় দলের আরেকটু ভালো পারফরম্যান্স করা।’

পাশাপাশি ভালো করতে চান বৈশ্বিক ক্রিকেটেও, ‘আগামী দুই বছরে সুপার লিগ আছে, সেখানে ভালো করতে হবে আমাদের। আগামী বিশ্বকাপে অংশ নিতে এখানে ভালো করতে হবে। বিশ্বকাপ টি-টোয়েন্টিও আছে আগামী দুই বছরে। এটাই এখন মাঝারি লক্ষ্য, এই দুই প্রতিযোগিতায় ভালো করা।’

ক্রিকেটার মাসাকাদজা দেখেছেন বোর্ডের অনেক ঝুটঝামেলা। ক্রিকেট পরিচালক মাসাকাদার ইচ্ছে ছেলেদের সেসব থেকে দূরে রাখার, ‘ক্রিকেটার হিসেবে যেসব ব্যাপার আপনি বুঝতেন না, এখন সেসব বুঝতে পারছি। ক্রিকেট পরিচালনায় আসলে আপনি একটা সংস্থার পুরো চিত্রটা দেখতে পাবেন। আশা করছি ছেলেদের সেসব থেকে দূরে রাখব।’


সিলেট/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়