ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন’ - প্রশ্ন রুবেলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন’ - প্রশ্ন রুবেলের

জাতীয় দলের পেসার রুবেল হোসেন অন্যদের থেকে একটু আলাদা।

সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলেন মন খুলে। সাধারণ মানুষের পক্ষে থাকেন। ন্যায়ের কথা বলেন। আরো একবার রুবেল হোসেন করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের জন্য আওয়াজ তুললেন।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে রুবেল লিখেছেন, ‘সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ’

রাজনীতিবিদদের উদ্দেশ্য করে রুবেলের বার্তা, ‘ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’

করোনাভাইরাসের ধাক্কায় জনজীবন বিপর্যস্ত। করোনার সংক্রমণ যেন না ছড়ায় এ জন্য ঘরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাতে খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। যারা দিনে এনে দিনে খায় তাদের পেটের তাগিদে ঘরের থেকে বের হতে হচ্ছেই। সামর্থ্য অনুযায়ী বিত্তবানরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।

অন্যান্য ক্রিকেটারদের মতো এগিয়ে এসেছেন রুবেল। নিজের বেতনের অর্ধেক অনুদান করেছেন। গত মাসে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে রাস্তায় সাধারণ মানুষের পাশে ছিলেন।

পরিবার নিয়ে রুবেল রয়েছেন ঢাকার বাসায়। মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘পরিবার নিয়ে বাসাতেই আছি। প্রয়োজন ছাড়া আমি একদম বের হচ্ছি না। সবারই সতর্ক থাকা উচিত। এর ভয়াবহতা সবাই টের পাচ্ছি। আমাদেরকে সেভাবেই থাকা উচিত। সামর্থ্য অনুযায়ী সবার পাশে থাকা উচিত।’

ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মাত্র ৯৯ দিনের ব্যবধানে ভাইরাসটি বিশ্বের ২০৯টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে ১৫ লক্ষাধিক মানুষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৩৬১ জন। মৃতের সংখ্যা ৮৮ হাজার ১০০ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৩ লাখ ১৯ হাজার ২৯২ জন।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়