ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যে কারণে মিরপুর উইলিয়ামসনের হৃদয়ে গেঁথে আছে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যে কারণে মিরপুর উইলিয়ামসনের হৃদয়ে গেঁথে আছে

২০১০ সালে ভারতে ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নিউ জিল্যান্ড দলের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ত্রিদেশীয় সে সিরিজে চরমভাবে ব্যর্থ হোন উইলিয়ামসন। ব্যাট হাতে অভিষেক ম্যাচ সহ টানা দুই ইনিংসে ফেরেন শূন্য রানে। সাফল্য আসে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পরের সিরিজে বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির দেখা পান তিনি। তামিমের সঙ্গে লাইভ আড্ডায় সে স্মৃতি টেনে নিয়ে আনেন দুই দেশের দুই তারকা ক্রিকেটার। তামিমের সঙ্গে আড্ডায় বাংলাদেশে নিজের প্রথম সফরের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের সে সফরের কথা অবশ্য তুলে আনেন সঞ্চালক তামিম নিজেই। উইলিয়ামসনের প্রথম শতক মিরপুরে এই কথা মনে করিয়ে দিয়ে তামিম কিউই অধিনায়ককে বলেন, ‘মিরপুরের মাঠ তোমার মনের মধ্যে বিশাল জায়গা নিয়ে আছে বলে আমি মনে করি। কারণ, এখানেই তুমি তোমার প্রথম শতকের দেখা পেয়েছো, যদি আমি ভুল না করে থাকি।’

তামিমের কথার সাথে সায় মিলিয়ে উইলিয়ামসন ব্লেন, ‘তুমি ঠিক বলেছো, আমি সেখানে আমার প্রথম ওয়ানডে শতকের দেখা পেয়েছি।’

এরপরে বাংলাদেশের সেই সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে উইলিয়ামসন আরও যোগ করেন, ‘সেটা বাংলাদেশে আমার প্রথম সফরের অভিজ্ঞতা ছিল। এটা আমার জন্য অনেক কষ্টের একটা সফর ছিল বলে আমার মনে পড়ে। সে সময় বাংলাদেশে প্রচুর গরম পড়ছিল। যার কারণে আমি বারবার ক্র্যাম্পের শিকার হচ্ছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম, পেশাদার ক্রিকেট এত সহজ না। নিজেকে ফিট রাখতে আমাকে খাওয়া-দাওয়া ও ট্রেনিংয়ে সঠিক মনযোগ দিতে হবে।’

তবে বাংলাদেশি দর্শকদের উন্মাদনা আকর্ষণ কেড়েছে উইলিয়ামসনের। এখানে আরও খেলতে চান জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আর তোমাদের সেখানে দর্শকদের উন্মাদনা দারুণ। আমি আবার বাংলাদেশে খেলতে চাই।’

উইলিয়ামসনের প্রথম শতক অবশ্য দলের খুশির কারণ হতে পারেনি। বাংলাদেশ দলের তখনকার অধিনায়ক সাকিব সে ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে শতকের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেছেন।

দলগতভাবেও সে সিরিজ ভালো কাটেনি নিউ জিল্যান্ডের। সে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছিল নিউ জিল্যান্ডকে। উইলিয়ামসনও নিজের পরের ম্যাচে ফিরেছেন শূন্য করে। তবে ব্যাট হাতে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসনের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১১ ম্যাচের ১০ ইনিংসে ব্যাট করে ওই এক শতকের পাশাপাশি আরও ৩ অর্ধশতকে করেছেন ৪২২ রান।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়