ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘দর্শক ছাড়া কিভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘দর্শক ছাড়া কিভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব’

১৯৯২ বিশ্বকাপে সুইং বোলিংয়ের পসরা সাজিয়ে পাকিস্তানকে প্রথম ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সে থেকে পরবর্তীতে বল হাতে নাস্তানাবুদ করে গেছেন একের পর এক ব্যাটসম্যান। ‘কিং অফ সুইং’ খ্যাত ওয়াসিমের কাছে বিশ্বকাপ মানেই আলাদা আমেজ।

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা মানে সেই আমেজের ছিঁটেফোটাও অবশিষ্ট না থাকা। আর তাই দর্শকবিহীন বিশ্বকাপ চান না ওয়াসিম। তিনি মনে করেন, আইসিসি প্রয়োজনে আরও সময় নিতে পারে। যখন সব ঠিক হয়ে যাবে। তখন বিশ্বকাপ আয়োজন করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

‘দি নিউজ’ এর সঙ্গে সাক্ষাতকারে ওয়াসিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা সঠিক আইডিয়া নয়। আমি বলতে চাইছি, কিভাবে দর্শক ছাড়া ক্রিকেট বিশ্বকাপ আয়োজন সম্ভব?’

এরপরে এই কিংবদন্তি পেসার আরও যোগ করেন, ‘বিশ্বকাপ মানেই বিশাল দর্শক। নিজেদের দলকে সমর্থন দিতে বিশ্বের নানা জায়গা থেকে সমর্থকরা আসেন। এটার একটা পরিবেশ আছে। ক্লোজ ডোরে এটা আপনি আয়োজন করতে পারেন না।’

এরপরে আইসিসি অপেক্ষা করবে বলে বিশ্বাস করেন জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমি বিশ্বাস করি তারা আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করবে। যখন এই বিপর্যয় কেটে যাবে আর ভ্রমণ বাধা সরে যাবে তখন তারা একটা ভাল বিশ্বকাপ আয়োজন করতে পারে।’

এছাড়া বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা ও ঘামের ব্যবহার নিয়ে কিংবদন্তি পেসার আরও যোগ করেন, ‘আমি মনে করি না ফাস্ট বোলাররা লালার ব্যবহার বন্ধ করাটা সহজভাবে নিবে। তাদের ঘাম ব্যবহার করতে দিবে বলে গাইডলাইনে রয়েছে। তবে দুটো ব্যাপার এক নয়। বেশি ঘাম ব্যবহার করলে ক্রিকেট বল ভিজে ভারী হয়ে যায়।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়