ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জয়রথ ছুটছে ম‌্যানচেস্টার ইউনাইটেডের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জয়রথ ছুটছে ম‌্যানচেস্টার ইউনাইটেডের

ম‌্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের হাসি থামছেই না। প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হবে না নিশ্চিত। তবুও লিগের শেষ প্রান্তে তাদের দল যেভাবে একের পর এক ম‌্যাচ জিতছে তাতে আগামী মৌসুমের জন‌্য বড় কিছুর প্রত‌্যাশা করতেই পারে ভক্তরা।

বৃহস্পতিবার রাতে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে ম‌্যানচেস্টার ইউনাইটেড। সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ১৭ ম‌্যাচ অপরাজিত তারা। এ বছরের জানুয়ারিতে শেষ হেরেছিল ম‌্যানইউ। এরপর তাদের জয়রথ ছুটছেই। বিশেষ করে করোনা পরবর্তীকালে ফিরে এসে দুর্দান্ত খেলছে রেড ডেভিলরা।

১৯৮৭ সালের পর প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে টানা চার ম‌্যাচে ৩ গোলের ব‌্যবধানে ম‌্যাচ জিতল ম‌্যানচেস্টার ইউনাইটেড। ৩৩ বছর আগে এমন কীর্তি গড়েছিল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে রেড ডেভিলদের হয়ে একটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, ম‌্যাশন গ্রীনউড ও পল পগবা। ৩৪ ম‌্যাচে এটি ম‌্যানচেস্টার ইউনাইটেডের ১৬তম জয়। ১০ ম‌্যাচ তারা ড্র করেছে, হেরেছে আটটি। ৫৮ পয়েন্ট নিয়ে এখনও রয়েছে লিগের পঞ্চম স্থানে।

অন‌্যদিকে ঘরের মাঠে আরেকটি হারে অ‌্যাস্টন ভিলা পয়েন্ট টেবিলে একধাপ নিচে নেমেছে। ৩৪ ম‌্যাচে সাত জয় নিয়ে তাদের অবস্থান ১৯তম স্থানে। লিগ থেকে অবনমন এড়াতে শেষ তিন ম‌্যাচে দারুণ কিছু করতে হবে প্রিমিয়ার লিগের ঐতিহাসিক দলটিকে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়