ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ওয়ালশকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি হোল্ডারের সামনে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৮, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওয়ালশকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি হোল্ডারের সামনে

উইকেট সংখ্যার হিসেবে কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছাকাছি অবস্থানেও নেই ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ৪১৩ টেস্ট উইকেট সংখ্যায় পিছিয়ে আছেন হোল্ডার। তবে বোলারদের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টের হিসেবে ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে হোল্ডার। এখন কেবল ছাড়িয়ে যাওয়ার পালা।

ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে ক্যারিয়ার সেরা (৬/৪২) বোলিং ফিগার অর্জন করেছেন। আর সে পারফরম্যান্সের সুবাদে বোলারদের র‍্যাংকিংয়ে উঠে এসেছেন দুই নাম্বারে। পেয়েছেন ক্যারিয়ার সেরা ৮৬২ রেটিং পয়েন্ট। ছাড়িয়েছেন আগের সেরা ৮৩০ পয়েন্ট। গত দুই দশকের মধ্যে কোনো ক্যারিবিয়ান বোলারের জন্য এটি সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ২০০০ সালে কোর্টনি ওয়ালশ ৮৬৬ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। হোল্ডারের সামনে এখন তাই টেস্টে প্রথম পাঁচশত উইকেট শিকারি ফাস্ট বোলার ওয়ালশকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। এদিকে সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট নিয়ে জয়ের নায়ক শ্যানন গ্যাব্রিয়েল এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নাম্বারে।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখনো ধরে রেখেছেন হোল্ডার। এখানেও অর্জন করেছেন ক্যারিয়ার সেরা ৪৮৫ রেটিং পয়েন্ট। যথারীতি দ্বিতীয় স্থানে আছেন বেন স্টোকস। সাউদাম্পটন টেস্টের ভারপ্রাপ্ত এই অধিনায়ক দারুণ পারফরম্যান্সে হোল্ডারের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধান কমিয়েছেন। ব্যাটে-বলে উজ্জ্বল ইংলিশ এই অলরাউন্ডারও অর্জন করেছেন ক্যারিয়ারের সেরা ৪৩১ পয়েন্ট।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আছেন দুইয়ে। স্টোকস আছেন ক্যারিয়ার সেরা নবম স্থানে। তবে সাউদাম্পটন টেস্টের চতুর্থ ইনিংসে ৯৫ রান করে ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত করা জার্মেইন ব্ল্যাকউড বড় এক লাফ দিলেন র‍্যাংকিংয়ে। ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮তম স্থানে। আরেক ক্যারিবিয়ান ডৌরিচ উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩৭তম স্থানে। এদিকে ইংলিশ ওপেনার রোরি বার্নস প্রথমবারের মতো জায়গা করে নিলেন শীর্ষ ত্রিশে।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়