ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম-মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম-মাহমুদউল্লাহ

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ ইতিমধ্যে বেশ কয়েকবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন। আগস্টে শুরু হওয়া আসন্ন আসরেও প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছিলেন তারা। এই দুই ক্রিকেটারকে সিপিএলের ফ্র্যাঞ্চাইজি থেকে খেলার প্রস্তাবও দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত খেলতে রাজি হননি এই দুই ক্রিকেটারের কেউই।

মাহমুদউল্লাহ জানিয়েছেন, পরিবারের কথা বিবেচনায় এনে এবারের সিপিএল খেলতে আগ্রহী হননি তিনি। আর তাই প্রস্তাব পাওয়া সত্ত্বেও ফিরিয়ে দিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমি একটা দলের সঙ্গে চুক্তির প্রায় কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তবে আমার পরিবার সবার আগে। তারা আমায় নিয়ে এই সময়ে দুশ্চিন্তাগ্রস্থ থাকবে। আর তাই ফ্র্যাঞ্চাইজিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এর আগেও সিপিএল অনেকবার খেলেছি। সেখানে খেলার অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য।’

এদিকে তামিম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে জানিয়েছেন, সিপিএল নয় বরং দেশের ঘরোয়া লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাতে চাননি তিনি। করোনা সঙ্কট কাটিয়ে যেকোন সময় শুরু হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। আর সেখানেই খেলতে চান তামিম। তিনি বলেন, ‘আমাকে সিপিএলের একটা দল প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমাদের ঘরোয়া লিগও ওই সময়ে শুরু হতে পারে। আর সেখানে খেলার জন্যই আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ছয় দল নিয়ে আয়োজিত এবারের সিপিএল ১৮ আগস্ট থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে অনুষ্ঠিত হবে। করোনার প্রাদুর্ভাবের জন্য পুরো টুর্নামেন্ট এবার এক ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

 

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়