ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলতে হবে : ভারতীয় কোচ

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলতে হবে : ভারতীয় কোচ

ছবি : মিলটন আহমেদ

টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে বাংলাদেশকে আরও বেশি ম্যাচ খেলতে হবে বলে মনে করেন ভারতের কোচ রবি শাস্ত্রী।

শাস্ত্রীর অধীনে উড়ছে ভারতীয় দল। যেমন ব্যাটিংয়ে, তেমনই বোলিংয়ে। দুইয়ের মিশেলে ভারত এখন অদম্য, অপ্রতিরোধ্য।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখন ধরাছোঁয়ার বাইরে। ৭ টেস্টের সবগুলোই জিতে ৪২০ পয়েন্ট পেয়েছে বিরাট কোহলির দল।

পাশাপাশি তারা একাধিক রেকর্ডও গড়েছে। প্রথম দল হিসেবে টানা চার টেস্টে প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারাল তারা। দক্ষিণ আফ্রিকাকে সিরিজের শেষ দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারানোর পর বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে।

টেস্টে বাংলাদেশ এখনো অচেনা। বিশেষ করে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। কোথায় ঘাটতি? রবি শাস্ত্রী মনে করেন, বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলতে হবে। শক্তিশালী দলের বিপক্ষে টেস্ট খেলতে হবে নিয়মিত। তাহলেই ভালো করতে পারবে বাংলাদেশ।

ইডেনে তিন দিনে জিতে যাওয়া ম্যাচের পর শাস্ত্রী বলেছেন, ‘বাংলাদেশকে আরও ম্যাচ খেলতে হবে। তারা উন্নতির পথেই আছে। তারা ঘরের মাঠে অনেক শক্তিশালী। কিন্তু যখন দেশের বাইরে যাচ্ছে, তখনই পথ হারাচ্ছে। তাদের অনেক কিছু শিখতে হবে। মুশফিক দেখিয়েছে কতটা দৃঢ়চেতা মনোভাব রয়েছে তার। তারা সাকিব ও তামিমকে ছাড়া খেলেছে।’

‘তবে আমি আবারও বলব তারা যত বেশি ম্যাচ খেলবে, ঠিক ততটাই উন্নতি করবে। তারা যদি নিজেদের পেস আক্রমণে আরও উন্নতি করতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারি দেশের বাইরেও তারা উন্নতি করবে এবং পরিপূর্ণ পারফরম্যান্স দিতে পারবে’- যোগ করেন ভারতীয় কোচ। 


কলকাতা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়